শনিবার, ১০ মে ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি,মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বষির্জোড়া এলাকায় সায়মা আক্তার (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মতিন মিয়ার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
সায়মা আক্তার পাহাড় বষির্জোড়া এলাকার রুমেল মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, বিকেলে সায়মা ও তার স্বামীর মধ্যে ঝগড়া হয়। কিছুক্ষণ পরে সায়মা নিজ রুমে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন টের পেয়ে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় তার স্বামী রুমেল মিয়াকে আটক করা হয়েছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছে।