শনিবার, ১০ মে ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। এ বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪২ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে কমিটি সুত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘বি’ ইউনিটে ১০০ টি সংরক্ষিত আসনসহ মোট ১৭০৩ টি আসনের বিপরীতে এ বছর আবেদন করেছেন মোট ৭০ হাজার ৫৪৩ জন শিক্ষার্থী।
এর মধ্যে এ-ইউনিটের ৬১৩ টি আসনের বিপরীতে ২৭ হাজার ৩৯ জন এবং বি-ইউনিটের ৯৯০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন মোট ৪৩ হাজার ৫০৪ জন শিক্ষার্থী। এর মধ্যে বি১-ইউনিটের জন্য ৪০ হাজার ৫৪১ জন ও বি ২- ইউনিটের জন্য ২ হাজার ৯৬৩ জনের আবেদন জমা পড়েছে। এছাড়া ১০০টি আসন মুক্তিযোদ্ধার সন্তান, আদিবাসী, পোষ্য, বিকেএসপি, প্রতিবন্ধি ও চা শ্রমিক সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।
শনিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এ-ইউনিট ও দুপুর ২ টা ৩০ মিনিটে বি-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চেম্বারের ফ্রি বাস সার্ভিস : এদিকে, সিলেট চেম্বার অব কমার্স পরীক্ষার্থীদের সুবিধার্থে ২০টি ফ্রি চালু করেছে। বাসগুলো পরীক্ষার্থীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দিবে। এর মধ্যে ১০টি বাস কদমতলী বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশন, ৫টি বাস রিকাবীবাজার পয়েন্ট, ১টি জেলরোড পয়েন্ট, ১টি আম্বরখানা পয়েন্ট, ১টি সোবহানীঘাট পয়েন্ট, ১টি শহীদ মিনার পয়েন্টে, ১টি জিন্দাবাজারের পানসী রেস্টুরেন্টের পয়েন্টে থাকবে। বাসগুলো পরীক্ষার বিভিন্ন কেন্দ্র ঘুরে বিশ্ববিদ্যালয়ে থামবে। তবে সকালে এ সেবা থাকলেও বিকালে জন¯্রােত ও ট্রাফিক সামলাতে এ সেবা বন্ধ রাখার অনুরোধ করেছে পুলিশ।