শনিবার, ১০ মে ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জস্থ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীরা জাহঝমক মিলন মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সম্ভাব্য তারিখ নির্ধারন করা হয়েছে ২৪ জানুয়ারী শুক্রবার। প্রণয়ন করা হয়েছে বাজেট। গঠন করা হয়েছে বিভিন্ন উপ-কমিটি। সফিকুল বারী আউয়ালকে করা হয়েছে আহবায়ক।
বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকার জাসপোস চক্ষু হাসপাতালে এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সফিকুল বারী আউয়ালের সভাপতিত্বে পরামর্শ সভায় উপস্থিত ছিলেন ইলিয়াছ বখত চৌধুরী জালাল, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, মো. ফখরুদ্দিন, আলী আজগর, হাফিজুর রহমান, সৈয়দ নাসির আহমেদ, মোল্লাহ জালাল উদ্দিন, এডভোকেট আব্দুস সবুর তরফদার, জাবেদ আলী, এডভোকেট খায়রুল ইসলাম খোকন, এডভোকেট শাহ ফখরুজ্জামান, হাবিবুর রহমান, এডভোকেট মিজানুর রহমান, আব্দুল মোছাব্বির, রুবেল আমিন প্রমুখ।