শনিবার, ১০ মে ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জে ১৫ গুণি শিল্পীকে শিল্পকলা সম্মাননা পদক প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠানে এই পদক প্রদান করা হয়।
জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।
জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী ও জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারন সম্পাদক শামীম আহমেদ।
গত তিন বছরে যারা এই সম্মাননা পান তারা হলেন, ২০১৭ সালে কণ্ঠ সঙ্গীত রত্না ভট্টাচার্য্য, নৃত্যকলা গৌতম আচার্য্য, নাট্যকলা তাহের চৌধুরী, চারুকলা মিথুন রঞ্জন দাশ, যন্ত্র সঙ্গীত রাজু রায়।
২০১৮ সালে ফটোগ্রাফিতে ডাঃ শেখ সাইফুল্লাহ আল আমিন সুমন, আবৃত্তিতে আবু মোতালেব খান, লোক সংস্কৃতিতে ডঃ মোহাম্মদ আজহারুল ইসলাম, কন্ঠ সঙ্গীতে মো আকরাম আলী ও নাট্যকলায় সৈয়দ আজিজুর রহমান।
২০১৯ সালে কন্ঠ সঙ্গীতে বাউল আব্দুর রহমান, যন্ত্র সঙ্গীতে বাউল আশরাফ, নৃত্যকলায় তাপসী সাহা, চারুকলায় মোঃ তবাজ্জুল হোসেন আব্দাল ও নাট্যকলায় রুমা মোদক।