শনিবার, ১০ মে ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় তিন বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে মামলায় নথিভুক্ত অপর পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার আসামিরা হলেন, ওই উপজেলার রুশেন মিয়ার ছেলে রুবেল মিয়া (২২), হীরণ বুনার্জী (৫৫), আরজু মিয়া (৪০), গণি মিয়া (৫২), মনোরজন গোয়ালা (৩৫) ও ধরণী তাঁতি (৪০)।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে পুলিশ আসামিদের আদালতে পাঠায়।
শ্রীমঙ্গল থানা থেকে জানা যায়, বুধবার (২৭ এপ্রিল) দিনগত গভীর রাতে উপজেলার বিলাস চা বাগানে অভিযান চালিয়ে ছয় আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়।
এর আগে, সোমবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় শ্রীমঙ্গলের বিলাস চা বাগানেরই ওই শিশুকে ধর্ষণ করেন রুবেল মিয়া (২২) এমন অভিযোগ করে শিশুটির বাবা শ্রীমঙ্গল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান বিয়টির সত্যতা নিশ্চিত করেছেন।