শনিবার, ১০ মে ২০২৫, ০৭:২৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি,হবিগঞ্জ : হবিগঞ্জ শহরের পুরানমুন্সেফি এলাকা থেকে মরিয়ম আক্তার চৈতি নামে এক যুবতি অজানার উদ্যোশ্যে পাড়ি জমিয়েছে।
সে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া গ্রামের আবুল কাশেমের কন্যা।
এ ব্যাপারে ওই বাসার মালিক মুরাদ চৌধুরী সদর থানায় বৃহস্পতিবার (২৮ এপ্রিল) একটি সাধারণ ডায়রি করেন। যার নং ১৪০০।
অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বাসায় চৈতি গৃহপরিচিকা হিসেবে কাজ করে আসছে। তবে বাসার মালিক তাকে নিজের পরিবারের সদস্য বলেই লালন পালন করছেন।
বৃহস্পতিবার সকালে সকলের অগোচরে সে ঘরে থাকা মুল্যবান জিনিসপত্র ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
তবে ধারণা করা হচ্ছে হয়তাবা কোন প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। এ ঘটনা নিয়ে শহরে আলোচনার ঝড় বইছে।
এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান অভিযোগ পেয়েছি তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।