করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে দোকানের জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ: আটক ১৬

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিরোধপূর্ণ দোকান ঘরের জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে আনোয়ার ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসময় ঢাকা-সিলেট আঞ্চলিক মহসড়কে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার আনোয়ার মিয়া গত ১ মাস পূর্বে বাজারের একটি দোকান ঘর ক্রয় করেন। আনোয়ারের ক্রয় করা ভূমি জরিপ করে দেখা যায় তার জায়গার কিছু অংশ পাশের জনৈক তৈয়ব লন্ডনীর একটি টং দোকান ঘরের মধ্যে পড়েছে। আনোয়ার মেম্বার এরি মধ্যে এই টং দোকানের অংশ দখলে নিয়ে বাউন্ডারী দেয়াল নির্মাণ করে। পরবর্তিতে তৈয়ব লন্ডনী এতে আপত্তি জানিয়ে আসছিল।

মঙ্গলবার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদে শালিস বৈঠক চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই বৈঠক চলাকালে তৈয়ব লন্ডনীর পক্ষের প্রায় সহশ্রাধিক লোকজন লাঠি সোটা নিয়ে আনোয়ার মিয়ার দোকান ঘরে হামলা চালিয়ে বাউন্ডারী দেয়াল ভেঙ্গে ফেলে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় বাজারের দোকান-পাট বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষ ভয়ে দিক বিদ্বিক ছুটাছুটি করতে থাকে। সংর্ঘষ চলাকালে পুরো বাজার রনক্ষেত্রে পরিণত হয়। এসময় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল প্রায় ২ ঘন্টা বন্ধ থাকে। সংঘর্ষের ঘটনায় লাল মিয়া ও দৌলত মিয়া নামে ২ ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই দুজন আনোয়ার মিয়ার পক্ষের লোকজন বলে জানা গেছে। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান (সার্কেল) পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১৬ ব্যক্তিকে আটক করেছে।

আনোয়ার মিয়া অভিযোগ করেন, দোকানের ভূমির বিরোধ নিয়ে ইউনিয়ন পরিষদে বৈঠক চলাকালে তৈয়ব লন্ডনীর পক্ষে জেলা স্বেচ্ছা সেবকলীগের সহ-সভাপতি ফজলুর রহমান ফজলু তার সহযোগী এ্যাংরাজ ও জিলা মিয়ার নেতৃত্বে তার আনোয়ার ট্রেডার্স ভাংচুর ও লুটপাট চালায়। এসময় তারা দোকানের ৭০ লাখ টাকার হার্ডওয়ার মালামাল লুট করে নিয়ে যায় বলে তিঁনি অভিযোগ করেন। তবে এ অভিযোগ অস্বীকার করে ফজলুর রহমান জানান, ঘটনার সময় সে কুলাউড়া উপজেলায় কামারচাক ইউনিয়নে একটি শালিসে ছিলেন।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক জানান,আনোয়ার মেম্বার ও তৈয়ব লন্ডনী পক্ষের মধ্যে বিরোধীয় বিষয় নিয়ে ইউপি কার্যালয়ে স্থানীয় চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিস বৈঠক চলছিল। এ বৈঠক চলাকালে একটি পক্ষ আনোয়ারের দোকানে ইট পাটকেল নিক্ষেপ করে। এনিয়ে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে, কালাপুর ইউনিয়ন চেয়ারম্যান মজিবুর রহমান মুজুল এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ভৈরব বাজারে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ