শনিবার, ১০ মে ২০২৫, ০৭:৪০ অপরাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলের পুটিজুরী এলাকার বিভিন্ন অপকর্মের হোতা মাদক সম্রাট আব্দুল হামিদ (৪৫) কে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে আব্দুল হামিদ বাহুবল উপজেলার মিরপুর রুপসংকর গ্রামের আঃ রহমানের বাড়ির পাশে ইয়াবা বিক্রির চেষ্টা চালায়।
খবর পেয়ে শ্রীমঙ্গল র্যাব ৯ এর ডিএডি মোঃ সামিউল ইসলামের নেতৃত্বে একদল র্যাব সদস্য ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার নিকট থেকে ৯৪পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বাহুবল উপজেলার মন্ডলকাপন গ্রামের আব্দুল জব্বারের পুত্র আব্দুল হামিদ (৪৫) দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রির নেটওয়ার্ক গড়ে তুলে। ধীরে ধীরে যুব সমাজ মরন নেশায় আসক্ত হয়ে চুরি, ডাকাতি সহ নানান অপরাধে জড়িয়ে পড়ে।
এব্যাপারে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।