করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মৌলভীবাজারে ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারে ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করেছে মডেল থানা পুলিশ।

রোববার (২০ অক্টোবর) তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, শহরের গোবিন্দশ্রী এলাকার তৈয়ব উল্যাহর ছেলে মো. দুলাল (২৬), সদর উপজেলার জগন্নাথপুর এলাকার বশির মিয়ার ছেলে মো. জাবেদ (২৩), কমলগঞ্জের বাহুলপুর এলাকার শওকত আলী (২০), রাজনগরের ইলাশপুর এলাকার আল আমিন মিয়া (২২), সদরের জগন্নথপুর এলাকার বশির মিয়ার ছেলে জামাল হোসেন (৩০) ও সদরের বিন্দাবনপুর এলাকার গোপল দাসের ছেলে দিলিপ দাশ (২৬)।

মৌলভীবাজার মডেল থানা সূত্রে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই চক্র ছিনতাইয়ের ফাঁদ হিসেবে ব্যবহার করতো। এই গ্যাংয়ের সরাসরি লিডিং দেন দুই ভাই। একপর্যায়ে স্থানীয় ফটোগ্রাফার রিপন পালকে (১৯) ফটোসেশনের নামে বিভিন্ন পথে ঘোরাতে থাকে ওই গ্যাং।

সূত্র আরও জানায়, গত ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে সিএনজিতে করে কমলগঞ্জের আহমদনগর এলাকার নির্জন স্থানে ফটোগ্রাফারের হাত-পা-মুখ বেঁধে মারধর করে। এসময় রিপনের ব্যাগে থাকা লক্ষাধিক টাকার মূল্যের ক্যানন সিক্স হান্ডেড ডি মডেলের ক্যামেরা, ১৬ হাজার টাকার অপ্পো এ-থ্রিসেভেন মডেলের মোবাইল ফোন, মানিব্যাগসহ অর্ধলক্ষাধিক টাকা মূল্যমানের জিনিস ছিনতাই করে ওই গ্যাং।

মাসখানেক পর ফটোগ্রাফার রিপন পাল হারানো ক্যামেরা ফেইসবুকে বিক্রির বিজ্ঞাপনে দেখতে পান। এরপর সার্বিক ঘটনার বিবরণ দিয়ে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আলমগির হোসেন বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে ক্যামেরা, মোবাইল, যাবতীয় মালামাল, সিএনজি, টমটমসহ ৬ জনকে আটক করেছে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ