• Youtube
  • English Version
  • শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

লাউয়াছড়ায় অজগরের পেটে মাদি হরিণ!

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১৮ কেজি ওজনের একটি মাদি হরিণকে গিলে খেয়েছে অজগর।

বৃহস্পতিবার বিকেলে লাউয়াছড়ার বনের কালাছড়ার চাউতলী বন বিটের ২ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।

অজগরের হরিণ গিলে খাওয়ার এ দৃশ্য দেখতে আশপাশের লোকালয় থেকে অনেক উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।

এ ব্যাপারে জানতে মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাপটির আহার শেষ না হওয়া পর্যন্ত ছিলাম। ঘটনাটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।

 

প্রায়ই অজগর খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে যেত। সে ঘটনা কমায় বলা যায় প্রাণিকুলের যে ইকো ব্যালেন্স তা ফিরছে। প্রায় তিন ঘণ্টায় ১৫ থেকে ২০ ফুট দৈর্ঘ্যরে অজগরটি ১৬ থেকে ১৮ কেজি ওজনের একটি মাদি হরিণকে গিলে ফেলে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ