করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি:  মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভূয়াই বাজারে ঘটেছে।

নিহত যুবকের নাম জসিম উদ্দিন (৩৫)। সে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুলাউড়া থেকে ভূয়াই বাজারের উপর দিয়ে পল্লী বিদ্যুতের মেইন লাইন বড়লেখায় টানানো আছে। শনিবার দুপুরে পল্লী বিদ্যুতের লোকজন উক্ত লাইনের ভূয়াই বাজার এলাকায় মেরামত কাজ করে। বাজারে একটি গাছের নিচে জসিম উদ্দিনের টং দোকান আছে। ঘটনায় সময় সেই লাইন থেকে গাছে ৩৩ কেভি বিদ্যুৎ প্রবাহিত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই জসিমের মৃত্যু হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ