শনিবার, ১০ মে ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা সদরে পুকুরের পানিতে ডুবে ইব্রাহীম মিয়া (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে আজমিরীগঞ্জ উপজেলা স্টাফ কোয়ার্টার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ইব্রাহীম টাঙ্গাইল জেলার বাসিন্দা। তিনি স্থানীয় সোনালী ব্যাংকে ক্যাশ কর্মকর্তা হিসেবে কাজ করতেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদ হোসেন বলেন- সকাল ১০টার দিকে তারা তিনজন স্টাফ কোয়ার্টার পুকুরে গোসল করতে যান। এসময় ইব্রাহীম ডুব দিয়ে মধ্য পুকুরে গিয়ে ভেসে উঠেন। দ্বিতীয় ডুবে পুকুরের অপর পাড়ে যাওয়ার কথা থাকলেও তিনি আর ভেসে উঠেননি।
স্থানীয়রা ১০ মিনিট খোঁজাখুঁজির পর তাকে অজ্ঞান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।