• Youtube
  • English Version
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০২:৩২ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নবীগঞ্জে সাংবাদিক মুরাদকে হুমকির প্রতিবাদে সভা

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: সংবাদ প্রকাশের জের ধরে জনৈক প্রভাবশালী কর্তৃক দৈনিক বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমেদকে হুমকি প্রদানের প্রতিবাদে নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের এক সভায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

রবিবার (১৩ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ পৌর অডিটোরিয়ামে সিনিয়র সাংবাদিক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসকাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, এটিএম সালাম, এম.এ আহমদ আজাদ, মুরাদ আহমদ, বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক আনিসুজ্জামান চৌধুরী রতন, সাবেক সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সাবেক সাধারণ সম্পাদক এম.এ বাছিত, উত্তম কুমার পাল হিমেল, মো. সরওয়ার শিকদার, কিবরিয়া চৌধুরী, সলিল বরণ দাশ, আলমগীর মিয়া এম.এ মুহিত, সাবেক যুগ্ম সম্পাদক শাহ সুলতান আহমেদ ও মতিউর রহমান মুন্না, সাংবাদিক আবু তালেব, এম.মুজিবুর রহমান, আকিকুর রহমান সেলিম, সেলিম তালুকদার, হাবিবুর রহমান চৌধুরী শামীম, মহিবুর রহমান, আলী হাছান লিটন, এটিএম জাকিরুল ইসলাম, মহিবুর রহমান চৌধুরী তছনু, মুজাহিদ আলম চৌধুরী, শওকত আলী, ছনি চৌধুরী, বুলবুল আহমেদ, নাবিদ মিয়া, এস.এম আমির হামজা প্রমুখ।

প্রতিবাদ সভায় নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদকে হুমকির ব্যাপারে নবীগঞ্জের কর্মরত সাংবাদিকরা উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের জোড়ালো হস্তক্ষেপ কামনা করেন।

সভায় নবীগঞ্জের সকল সাংবাদিক নেতৃবৃন্দ ঐক্যমত প্রকাশ করে বলেন, আগামীতে সংবাদ সংক্রান্ত কোন বিষয়ে কোন সাংবাদিককে হয়রানি করা হলে সম্মিলিতভাবে মোকাবেলা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ