করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

‘পাগলা’ মিজানের বিরুদ্ধে শ্রীমঙ্গলে অস্ত্র আইনে মামলা

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মোহাম্মদপুরের আদাবর ৩২ নং ওয়ার্ডের কমিশনার হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজানের বিরুদ্ধে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) র‌্যাব-৯ এর ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন। হাবিবুর রহমান মিজান বর্তমানে মানি লন্ডারিং আইনের একটি মামলায় ঢাকার মোহাম্মদপুর থানায় আছেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, আজ সকালে অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলাটি হয়েছে। যেহেতু ঢাকায় তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর মামলা হয়েছে তাই সেই মামলায় তাকে কোর্টে পাঠানোর পর আমরা তাকে শ্রীমঙ্গলে এনে কোর্টে পাঠাবো।

এর আগে রাজধানীর মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোডের বাসিন্দা কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ভারতে পালিয়ে যাওয়ার সময় শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গুহ রোডের হামিদা আবাসিক গেস্ট হাউজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকেলে তার রাজধানীর বাসায় অভিযান চালিয়ে ছয় কোটি ৭৭ লাখ টাকার চেক এবং এক কোটি টাকার এফডিআর জব্দ করে র‌্যাব। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার আসামি তিনি। ১৯৮৯ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বাসায় হামলার সময় মিজান ছিলেন ফ্রিডম পার্টির বড় নেতা। জানা যায়, শেখ হাসিনাকে হত্যাচেষ্টাকারীদের অন্যতম ছিলেন মিজানুর রহমান মিজান। তার নামে মোহাম্মদপুর থানায় ১৯৯৬ সালে ইউনূস হত্যা, ২০১৬ সালে সাভার থানায় জোড়া হত্যা মামলা রয়েছে।

এছাড়া মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে মাদক নিয়ন্ত্রণকারী ও মাদক ব্যবসায়ী হিসেবে তিনি পরিচিত। বর্তমানে আদাবরে ইয়াবা ব্যবসা করে কোটি কোটি টাকা কামাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ