রবিবার, ১১ মে ২০২৫, ০৩:২৫ পূর্বাহ্ন
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বানিয়াচং উপজেলা ছাত্রদল।
বৃহস্পতিবার সকাল ১১টায় ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে গ্যানিংগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাঁচারী মাঠে এক পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদল আহবায়ক মোবাশ্বির আহমেদ মজনুর সভাপতিত্বেও যুগ্ম আহবায়ক শরীফ উদ্দিন ঠাকুরের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, লিটন ঠাকুর, বুলবুল আহমেদ, শেখ রাসেল, আশরাফ উজ্জামান মুবিন, শেখ বাকের হোসাইন প্রমুখ।