করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জের লোকড়ায় আ’লীগের বর্ধিত সভায় এমপি আবু জাহির

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রত্যেকটি মানুষকে নিজেদের যোগ্যতা অনুযায়ী জনশক্তিতে রূপান্তরিত করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার ১নং লোকড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এমপি আবু জাহির বলেন, আওয়ামী লীগ কাজে বিশ্বাসী, তাই সরকারের গ্রহণ করা সকল উদ্যোগ যেন সততা ও নিষ্ঠার সাথে বাস্তবায়িত হয়, সেদিকে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। একে অপরের মধ্যে মনোমালিন্য থাকতেই পারবে, তবে মনে রাখতে হবে- দলের স্বার্থে আওয়ামী লীগের নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে সাংগঠনিক কার্যক্রম তরান্বিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আক্রাম আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, লোকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী সুজাত, আওয়ামী লীগ নেতা জহিদ মিয়া, কয়সর আহমদ শামীম, মীর জালাল, আব্দুর রহিম চৌধুরী, আন্নর আলী, ওয়াহিদ মিয়া, ওসমান মিয়া, জালাল আহমেদ, লিয়াকত মিয়া, শফিক মিয়া খান, আব্দুল লতিফ মুন্সী, মোজাম্মেল হক মনু, মজলিস মিয়া, এনাম আখঞ্জী, আউলাদ মিয়া, মজলিস মিয়া, লাউছ মিয়া, চৌধুরী, আব্দুল্লাহ মেম্বার, আবু তালিব মেম্বার, আশরাফ মেম্বার, আব্দুল জলিল, আব্দুন নূর জাহির, আরজু মিয়া বাচ্চু, জইন উল্লা, আরব আলী, কালা মিয়া তালুকদার, আরব আলী, তাহির মিয়া, রানু দাশ, স্বপন মিয়া, আব্দুর রহিম, শংকর রায়, মতি মিয়া, কাজল মিয়া, মিয়া হোসেন, লোকমান মিয়া, ইন্তাজ মিয়া, আউয়াল মিয়া, আজাদ মিয়া চৌধুরী, মুক্তার মিয়া, লাউছ মিয়া চৌধুরী, সেলিম মিয়া তালুকদার, যুবলীগ নেতা আব্দুস শহিদ, কদ্দুছ মিয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আড়াই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামানায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আমিনুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ