শনিবার, ১০ মে ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলাধীন আসামপাড়া ব্রিজ এলাকায় ট্রাকের ধাক্কায় টমটম চালকের মৃত্যু হয়েছে।
নিহত মাসুম আহমদ (২২) জৈন্তাপুরের বিড়াখাই গ্রামের আজমত আলী ছেলে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, তামাবিল থেকে সিলেট যাওয়ার পথে বেপরোয়া গতির ট্রাকটি (ঢাকা মেট্রো-১৪-৪০৫৪) রাস্তার পাশে দাঁড়ানো একটি টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মাসুম আহমদ নিহত হন।
জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ শফিউল কবীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।