রবিবার, ১১ মে ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
ছাতক (সুনামগঞ্জ): সুনামগঞ্জের ছাতক উপজেলায় খড় শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে জসিম উদ্দিন কবির (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন।
বুধবার সকাল ৯টার দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কবির ওই গ্রামের ওয়ারিছ আলীর ছেলে।
আহতদের নাম জানা যায়নি। তাদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, সকালে খড় শুকানোকে কেন্দ্র করে মির্জাপুর গ্রামের ওয়ারিছ আলী ও ইদ্রিছ আলীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে কবিরসহ উভয়পক্ষের ১১ জন আহত হন। আহতদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশেক সুজা মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।