করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে সক্রিয় কর্মীদের বাদ দিয়ে কমিটি গঠনের চেষ্টা

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : স্বজনপ্রীতি ও সক্রিয় কর্মীদের কমিটিতে অন্তর্ভোক্ত না করে বাহুবল থানা ছাত্রলীগের কমিটি গঠনের চেষ্টা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সূত্র মতে, দীর্ঘ ১২বছর পর আগামী ২০ এপ্রিল (বুধবার) বাহুবল থানা ছাত্রলীগের কমিটি করা হচ্ছে।

 

এ কমিটিতে সভাপতি পদে ৮ ও সাধারণ সম্পাদক পদে ১১জন প্রার্থী তাদের প্রার্থী ফরম সংগ্রহ করেন এবং বিভিন্ন স্থানে থাকা দলীয় কর্মীদের সাথে পরস্পরিক যোগাযোগ অব্যাহত রাখেন।

 

 

কিন্তু ওই কমিটিতে মেধাবী ও সক্রিয় একাধিক মুজিব সৈনিকদের বঞ্চিত করার পায়তারা চালানো হয়েছে বলে অনেকেই অভিযোগ তুলে ধরছেন।

 

 

বঞ্চিতরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে প্রকৃত মুজিব সৈনিকদের কমিটিতে স্থান দেয়া অপরিহার্য। তা না করেই সেচ্ছাচারিতায় আশ্রয় নিয়ে কমিটি গঠন নিয়ে ক্রমষই দলের একাংশে ক্ষোভ বাড়ছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ