• Youtube
  • English Version
  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

হবিগঞ্জ প্রেসক্লাবে ব্র্যাকের গোলটেবিল বৈঠক

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: “আগামীর জন্য বিনিয়োগ, শিক্ষার অধিকার চাই-এখনই” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের আয়োজনে “শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ” উপলক্ষে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

 
জেলা ব্র্যাক প্রতিনিধি ফিরোজ ভূইয়ার সভাপতিত্বে ও ব্র্যাকের শিক্ষা বিষয়ক কর্মকর্তা শ্রাবণী দাস রুবির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোজাফ্ফর হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট আমির হোসেন, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্রাচার্য্য রিংকু, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, দৈনিক হবিগঞ্জের আয়না সম্পাদক রাশেদ আহমদ খান, সাংবাদিক সেলিম রেজা, ব্র্যাকের সিনিয়র এলাকা ব্যবস্থাপক আনোয়ারা পারভিন ঝর্না, আমিনুল ইসলাম, মোঃ আবু সাইদ, ইকবাল হোসেন, প্রভাষক জাবেদ আলী, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার নির্বাহী সম্পাদক দিদার এলাহী সাজু, দৈনিক মুক্ত কন্ঠের হবিগঞ্জ প্রতিনিধি আবু হাসিব খান চৌধুরী পাবেল, এস এ টিভি জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার কাউছার আহমেদ প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাকের সিনিয়র এলাকা ব্যবস্থাপক আনোয়ারা পারভিন ঝর্না। এরপূর্বে অনুষ্ঠিত হয় চিত্রাংকন প্রতিযোগীতা। এতে প্রথম স্থান লাভ করে বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী আনিছা সুলতানা আঁখি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ