রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পুকুরের পানিতে ডুবে তাসলিমা আক্তার (২৭) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে ঘটনাটি ঘটেছে।
তাসলিমা রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের মৃত মুছন মিয়ার মেয়ে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় তাসলিমা আক্তার টুনী পাতা ধুতে বাড়ির পুকুরে গেলে সেখানে পানির স্পর্শে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তার ভাই আবু বক্কর পুকুরে গিয়ে হাত পা ধুতে সিড়িতে নামতে গেলে তার পায়ে তাসলিমার দেহ লাগে। সে হাত দিয়ে দেহটি টেনে তুলে দেখে সেটি তার বোনের দেহ। বাড়ির লোকজন দেহটি ওপরে তুলে এনে দেখেন ততক্ষণে সে মারা গেছে।
ঘটনার খবর পেয়ে বেলা আড়াইটায় কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে।
পুলিশের উপ-পরিদর্শক ফরিদ উদ্দীন বলেন, পরিবারের সদস্য ও গ্রামবাসীর বক্তব্য শুনে জানা গেছে তাসলিমা মৃগী রোগী ছিল। তার পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য মৌলভীবাজারের জেলা অতিরিক্ত হাকিম (এডিএম) এর কাছে আবেদন করেছেন। এডিএমের অনুমতি আসলে পরে লাশটি দাফন করা হবে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।