কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে কলেজে আসার পথে পূজা সিনহা নামে এক কলেজ ছাত্রীকে লাঞ্চিত করার সময় রুবেল মিয়া (২৭) নামে এক বখাটেকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
আটক বখাটে মাধবপুর ইউনিয়নের ধলাইপাড় গ্রামের আলমাছ মিয়ার ছেলে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার রানীবাজার নামক এলাকায় ঘটনাটি ঘটে।
কমলগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ জানান, মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামের রবিন্দ্র কুমার সিংহের মেয়ে কমলগঞ্জ সরকারী কলেজের ছাত্রী পূজা সিনহা প্রতিদিনের মতো রানীবাজারের খেয়াঘাট দিয়ে কলেজে যাতায়াত করে।
শনিবার সকাল সাড়ে ১০টায় খেয়াঘাট এলাকা পার হয়ে নির্জন স্থানে আসলে পূর্ব থেকে উৎপেতে থাকা বখাটে রুবেল মিয়া (২৭) মেয়েটিকে ঝাপটে ধরার চেষ্টা করলে তার আত্মচিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বখাটেকে আটক করে গণধোলাই দিয়ে কমলগঞ্জ থানায় সোপর্দ করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক বখাটে থানায় রয়েছে। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।