শনিবার, ১০ মে ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : “মাদককে না বলুন’ আসুন, আমরা সবাই মিলে মাদক বিরোধী প্রতিরোধ গড়ে তুলি” শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে স্কুলের শত শত শিক্ষার্থীর মাঝে এ শপথ বাক্য পাঠ করানোসহ সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন- স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ তালুকদার, সহকারী প্রধান শিক্ষক মোঃ মহিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ ফজলুল হক, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আব্দুল কাদির, মোঃ জবরু মিয়া, ইউনুছ আলী, মিতা রানী পাল, শামীমা নাসরিন, মোঃ মমিনুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।