শনিবার, ১০ মে ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে এমসি কলেজছাত্র শামীম আহমদ ছোটন হত্যা মামলায় ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদ সিলেট আদালতে চার্জশিট দাখিল করেন।
চার্জশিটে অভিযুক্তরা হচ্ছেন- কোম্পানীগঞ্জের কলাবাড়ি গ্রামের আলিম উদ্দিন, জিয়া উদ্দিন, মনির মিয়া, জৈন উদ্দিন, জালাল উদ্দিন, ছয়দুর রহমান, কালা মিয়া, কালিবাড়ি গ্রামের বিল্লাল মিয়া, সিরাজুল ইসলাম, কলাবাড়ি গ্রামের আলী নূর, কালিবাড়ি গ্রামের রজন মিয়া, কলাবাড়ি গ্রামের শাহাব উদ্দিন, আব্দুল হামিদ, শুকুর আলী, উত্তর কলাবাড়ি গ্রামের মোহাম্মদ আলী, রিয়াজ উদ্দিন, উত্তর রাজনগর গ্রামের মাসুক মিয়া, ফারুক মিয়া ও কালিবাড়ির জুলহাস মিয়া।
এরমধ্যে রজন মিয়া, জিয়া উদ্দিন, ফারুক মিয়া ও জুলহাস মিয়া কারাগারে আছেন। বাকিরা পলাতক রয়েছেন।
সিলেট জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর মো. শফিকুর রহমান মুকুল চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত বছরের ৩০ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় সেখানে অবস্থানরত কোম্পানীগঞ্জের পুরান ভোলাগঞ্জ গ্রামের মুক্তিযোদ্ধা হাজি সমর আলীর ছেলে ও সিলেটের এমসি কলেজের ছাত্র শামীম আহমদ ছোটনকে পিটিয়ে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পর ছোটনের ভাই গিয়াস উদ্দিন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় কলাবাড়ি গ্রামের আলিম উদ্দিনকে প্রধান আসামি করা হয়।
আলোচিত এই হত্যাকাণ্ডের প্রায় ৬ মাস পর চার্জশিট দাখিল করল পুলিশ।