সোমবার, ১২ মে ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার বিভিন্ন উপকরণসহ চার জুয়াড়ীকে আটক করেছে।
মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমার নাজিরবাজার ছয়ভাই রেষ্টুরেন্টের পেছনে টিনের ঝুপড়ি ঘরে জুয়াখেলারত অবস্থায় ওই চার জুয়াড়ীকে আটক করা হয়।
আটককৃতরা হল,সিলেটের ওসমানীনগর উপজেলার চিন্তামইন গ্রামের সুধীর চন্দ ধরের ছেলে কালাচাঁন লাল ধর, বিশ্বনাথ উপজেলার সাদুগ্রামের তোরাব আলীর ছেলে শিপন আহমদ, দক্ষিণ সুরমার তুতিপুর নাজিপুরের নুর মিয়ার ছেলে শিপন মিয়া, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামের সাজেদ আলীর ছেলে মুহিত মিয়া। আটককালীন সময়ে জুয়াড়ীদের নিকট হতে জুয়া খেলার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস জানায়, আটককৃতদের আলামম সহ দক্ষিণ সুরমা থানায় সোপর্দ করার পর তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।