শনিবার, ১০ মে ২০২৫, ০৭:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: বেতনভাতাদি ও পেনশন সরকারী কোষাগার হতে প্রদানের দাবীতে হবিগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ পৌরকর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন হবিগঞ্জ পৌরসভা শাখা।
মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসুচী শুরু হওয়ার আগে একটি র্যালীতে অংশগ্রহণ করেন হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
র্যালীর পর মানববন্ধন অনুষ্ঠিত হয় হবিগঞ্জ শহরের দুর্জয় প্রাঙ্গনে।
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন হবিগঞ্জ শাখার সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানব বন্ধনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী মধুসুদন দাস, পৌর কর্মচারী সংসদের সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস ও সাধারন সম্পাদক মোঃ মহিবুর রহমান দুলনসহ পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মানব বন্ধনে বক্তারা বলেন দায়-দায়িত্ব ও কর্মতৎপরতায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগনকে গুরুত্বপূর্ন ভ‚মিকা পালন করতে হয়। কিন্তু দুঃখজনক হলেও পৌরকর্মকর্তা-কর্মচারীগন আজো পেনশন হতে বঞ্চিত। তারা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগনের বেতন-ভাতা ও পেনশন সরকারী কোষাগার হতে প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
বাংলাদেশ পৌরকর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে পালিত এ মানববন্ধনে বক্তারা পৌরকর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারী কোষাগার হতে প্রদানের দাবীর স্বপক্ষে যুক্তি তুলে ধরেন।
এছাড়াও কর্মকর্তা-কর্মচারীদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। মানব-বন্ধনে উপস্থিত ছিলেন পৌর-কাউন্সিলর গৌতম কুমার রায়। এছাড়াও পৌরকাউন্সিলর শেখ নূর হোসেনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দও পৌরকর্মকর্তা-কর্মচারীদের দাবীর প্রতি সমর্থন জানান।