রবিবার, ১১ মে ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: খেলার প্রথমার্ধের ৬ মিনিটের মাথায় নবীগঞ্জ টিমের রক্ষভাগের খেলোয়ার হিরনের পা থেকে গোলের শুভ সূচনা হয়। খেলার প্রথমার্ধে ২টি ও দ্বিতীয়ার্ধে ৩টি গোল করতে সক্ষম হয় তারা। তন্মধ্যে মোছাদ্দিক ৩টি গোল করে হ্যাট্টিক অর্জন করে।
রোববার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে জেলা আধুনিক স্টেডিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় মুখোমুখি হয় শায়েস্তাগঞ্জ উপজেলা বনাব নবীগঞ্জ উপজেলা।
প্রথমার্ধের ২১ মিনিটের মাথায় স্টাইকার মোছাদ্দিকের পা থেকে আরো একটি গোল পায় নবীগঞ্জ। ২-০ ফলাফলে প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটে নবীগঞ্জ টিমের রাজু গোল পায়। ৩০ ও ৩৫ মিনিটের মাথায় পর পর দুটি গোল করে মোছাদ্দিক।
এদিকে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন শায়েস্তাগঞ্জের টিমের খেলোয়াররা ভালো খেললেও গোলের দেখা পাননি। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন ফেরদৌস আহমেদ ও ধারাবর্ণনায় ছিলেন শফিউল ইসলাম সাফি।
জেলা পর্যায়ে এ টুর্নামেন্টের চুড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন নবীগঞ্জ উপজেলাকে এখন খেলতে হবে জেলার হয়ে বিভাগীয় টুর্নামেন্টে।
এর আগে দুপুর ২টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা) এর ফাইনাল খেলায় হবিগঞ্জ সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চুনারুঘাট উপজেলা।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন হবিগঞ্জ-৩ সংসদীয় আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-১ সংসদীয় আসনের এমপি শাহ নওয়াজ মিলাদ গাজী, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সেলিম চেšধুরী, সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধরী প্রমুখ।
পুরষ্কার বিরতণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাব পরাগ। পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি।