রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন
টিপু সুলতান জাহাঙ্গীর, বাহুবল (হবিগঞ্জ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ বালক(অনুর্ধ্ব- ১৭)টুর্নামেন্টে হবিগঞ্জ জেলা পর্যায়ের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা আড়াইটায় কোয়ার্টার ফাইনাল খেলায় বানিয়াচং উপজেলাকে ট্রাইব্রেকারে ৫—৩ গোলে হারিয়ে বাহুবল উপজেলা বিজয়ী হয়।
ওই খেলায় বিজয়ী হয়ে বাহুবল উপজেলা দল প্রথম বারের মত সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
আগামীকাল রোববার (২২ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় হবিগঞ্জ নিউ ফিল্ড ষ্টেডিয়ামে নবীগঞ্জ উপজেলার সাথে বাহুবল উপজেলা দলের সেমিফাইনাল খেলা অনুষ্টিত হবে।
বাহুবল নির্বাহী কর্মকর্তা আয়েশা হক সকল খেলোয়ার, কোচ, ম্যানেজার সহ ক্রীড়া সংস্হার সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান। এবং সেমিফাইনাল খেলা দেখার আমন্ত্রনও জানান তিনি।
তিনি আরো বলেন, খেলা দেখতে আগ্রহীদের জন্য উপজেলা থেকে দুটি বাস নেওয়া হবে।