• Youtube
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে ফুটবল টুর্নামেন্টে কালেঞ্জি পুঞ্জি চ্যাম্পিয়ন

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৯

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: ফাদার ভোর্ডি ও ফাদার লেহান সিএসসি স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ২–১ গোলে শ্রীমঙ্গল ফুলছড়া গারো লাইন মারিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়েছে কমলগঞ্জের কালেন্জি খাসিয়া পুঞ্জি।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কালাপুর ইউনিয়নের ফুলছড়া গারো লাইন মাঠে ফাইনাল খেলায় মুখোমুখি হয় কমলগঞ্জের কালেন্জি খাসিয়া পুঞ্জি বনাম শ্রীমঙ্গল ফুলছড়া গারো লাইন মারিয়া স্পোর্টিং ক্লাব।

শ্রীমঙ্গল কাথলিক মিশনের পাল পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ এর সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের মহাসচিব ফিলা পতমী, স্ট্যান্ডার্ড ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক এটিএম খাইরুল ইসলাম, চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পঙ্কজ কন্দ, ইউনাইটেড কম্পিউটার ট্রেনিং সেন্টার এর চেয়ারম্যান সুমন দেববর্মা, ডমিনিক সরকার রনি, দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি অনুজ কান্তি দাশ প্রমুখ।

এ টুর্নামেন্টে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার বিভিন্ন চা বাগান ও খাসিয়া পুঞ্জির মোট ২৮টি দল অংশ্রগহণ করেছে। নকআউট পদ্ধতিতে সম্পূর্ণ টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের প্রমিজ ধার।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ