করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে ছাত্র দলের মানববন্ধন

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
গাজায় গণহত্যা বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে শ্রীমঙ্গল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।

মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল সরকারি কলেজে এ মানববন্ধনে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা অংশ নেন। এসময় বক্তরা অবিলম্বে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলকে গাজায় গণহত্যা বন্ধ করতে জাতিসংঘ ও মুসলিম রাষ্ট্র সমূহের সংগঠন ওআইসিকে হস্তক্ষেপ কামনা করেন।

ছাত্রদল নেতৃবৃন্দরা ইসরায়েলকে শাস্তি দিতে পৃথিবীর প্রত্যেক বিবেকমান মানুষকে ইসরায়েলের মালিকানাধীন সকল পণ্য বয়কটের আহ্বান জানান।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন মুন্না, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল আহমেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রদল নেতা রাশেদ আহমেদ, সিনিয়র ছাত্রদল নেতা সেলিম আহমেদ,
পৌরছাত্র দলের সদস্য রিমন আহমেদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সুমন আহমদ, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান, সিনিয়র সদস্য পায়েল আহমেদ, ছাত্রদল নেতা মোক্তাদির হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ