শনিবার, ১০ মে ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জে নেশার টাকা না দেয়ায় নিজ মা’ রায়না বেগম (৬০) কে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে পাষণ্ড ছেলে তানবির চৌধুরী নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে হসপিটাল সড়কের শান্তিপাড়া এলাকায় তাদের নিজ বাসায়। খরব পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তানভীর চৌধুরী (৩৫) কে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ।
রায়না বেগমের ছোট ছেলে তানজিন চৌধুরী বলেন, রাতে ম’ ভাত খেতে বসেছিলেন। আর পরিবারের অন্যান্য সদস্যরা পাশেই চাচার বাসায় দাওয়াত খেতে বসেছিলাম। এই সুযোগে নেশার টাকার জন্য মার কাছে যায় তানভীর। টাকা না দেয়ার কারণে পেছন থেকে এসে ভাত খাওয়া অবস্থায় মা’কে এলোপাতাড়ি কুপাতে থাকে তানভীর। পরে রায়না বেগমকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। রায়না বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।