শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
বাহুবল(হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী সহ ১০ জন আহত হয়েছে। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার ৩১ মার্চ ঈদের নামাজের পর উপজেলার বাহুবল সদর ইউনিয়নের পুরান মৌড়ি( সরকার দীঘিরপাড়) গ্রামে।
আহত ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার ৪নং বাহুবল সদর ইউনিয়নের পুরান মৌড়ি গ্রামের তেরা মিয়ার ছেলে তাহির মিয়ার প্রায় ৩শত জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো প্রতিবেশী আকবর মিয়ার সাথে।বিষয়টি সমাধানের জন্য স্থানীয় ময়মুরুব্বিরা একাধিক বিচার শালিসে তাদের বিরোধটি নিষ্পত্তি করে দিলেও আবারও দুপক্ষের মধ্যে সামান্য বিষয় নিয়েই বিরোধ দেখা দেয়।
সোমবার ৩১ মার্চ ঈদের নামাজের পর প্রায় সকাল ১০ টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।এসময় আকবর আলীর ছেলে জসিম উদ্দিন(১৭) ও রুবেল মিয়া(২২) এবং জোছনা বেগম(৪৫),তাহির মিয়া(৪০) ও তার স্ত্রী পারভীন আক্তার(৩৫) এবং তাহির মিয়ার বোন হামিদা বেগম(৪৫) সহ প্রায় ১০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাহুবল মডেল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছে।আটককৃতরা হলেন,পুরান মৌড়ি গ্রামের রফিক মিয়ার ছেলে সোহেল মিয়া(২৮),ফজর আলীর ছেলে জুয়েল মিয়া(৩৫) ও হরিতলা গ্রামের হুরাই মিয়ার ছেলে এরশাদ মিয়া(৪৫),কনাই মিয়ার ছেলে আব্দুল আলী(৪৮)কে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।