সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: আজ সিলেটের ব্যবসায়ী সমাজের ঐতিহ্যবাহী সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন। এবার জমে উঠেছে ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনটির নির্বাচন। শেষ সময়ে জমজমাট হয়ে উঠেছিলো নগরীর বাণিজ্যিক এলাকাগুলো।
আজ শনিবার ২ হাজার ৪৬৫ জন ভোটার ভোট প্রয়োগের মধ্যদিয়ে তাদের ব্যবসায়ী প্রতিনিধি নির্বাচিত করবেন। ব্যবসায়ী মহলের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির এ নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’ ও ‘সিলেট ব্যবসায়ী পরিষদ’ নামে দুই বলয়ে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের নির্বাচনে ভোটার সংখ্যা সর্বমোট ২,৪৬৫ জন। যার মধ্যে অর্ডিনারী ১৪১৩ জন, এসোসিয়েট ১০৪০ জন, ট্রেড গ্রুপ ১১ জন ও টাউন এসোসিয়েশন ১ জন। এ বছর পরিচালনা পরিষদের ২২টি পদে সর্বমোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, যার মধ্যে অর্ডিনারী শ্রেণী থেকে ২৪ জন, এসোসিয়েট শ্রেণী থেকে ১০ জন এবং ট্রেড গ্রুপ শ্রেণী থেকে ৬ জন প্রার্থী রয়েছেন।
সিলেট চেম্বারের পরিচালক পদে অর্ডিনারি ক্যাটাগরিতে সিলেট ব্যবসায়ী পরিষদে প্রার্থী হয়েছেন এহতেশামুল হক চৌধুরী, সাহিদুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মুশফিক জায়গীরদার, আব্দুর রহমান জামিল, খন্দকার ইসরার আহমদ রকী, শফিকুল ইসলাম, শান্ত দেব, আব্দুস সামাদ, খলিলুর রহমান চৌধুরী, ফখর উছ সালেহীন নাহিয়ান এবং আলীমুল এহছান চৌধুরী। আর সম্মিলিত ব্যবসায়ী পরিষদে প্রার্থীদের মধ্যে রয়েছেন আবু তাহের মো. শোয়েব, মো. মামুন কিবরিয়া সুমন, এনামুল কুদ্দুস চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ, মো. ফারুক আহমদ, মো. নজরুল ইসলাম, জুবায়ের রকিব চৌধুরী, আক্তার হোসেন খান, আব্দুল হাদি পাবেল, শহীদ আহমদ চৌধুরী ও মোহাম্মদ আব্দুস সালাম।
অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে প্রার্থী হয়েছেন মাসুদ আহমদ চৌধুরী, মো. এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, চন্দন সাহা, মো. আতিক হোসেন।
সিলেট চেম্বারের প্রশাসক ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, ভোট গ্রহনের সব প্রস্তুুতি সম্পন্ন হয়েছে। আজ সকাল ৮ থেকে টানা ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। আমরা সিলেটের ব্যবসায়ীদের একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।