আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাট থেকেঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নং গাজীপুর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের যৌথ আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুরুল ইসলাম সাজলের সভাপতিত্বে ও মাওলানা সালেক মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর বাইতুলমাল সম্পাদক মাওলানা আব্দুস শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলা সেক্রেটারি মীর সাহেব আলী ও বাহুবল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাবিবুর রহমান হারুন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চুনারুঘাট উপজেলা শাখার সংগ্রামী সভাপতি ও হবিগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান, হবিগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাবেক অফিস সম্পাদক সিরাজুল ইসলাম কাজল সহ ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ওয়ার্ড জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।