করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

করাঙ্গীনিউজ: ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেশ কয়েকটি ইসলামী সংগঠন ও তৌহিদী জনতা।

শুক্রবার (২১ মার্চ) হবিগঞ্জ কোর্ট মসজিদে জুমার নামাজ শেষে  নারায়ে তাকবির স্লোগান দেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের ব্যানারে একটি মিছিল বের করেন।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও একাধিক সংগঠন বিক্ষোভ মিছিল করেছে শহরে।

জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে মুসল্লীরা।

তন্মধ্যে বাহুবল উপজেলায় বিক্ষোভ করেছে তৌহিদী জনতা। অনতিবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও ভারতে মুসলিম নির্যাতন বন্ধের জন্য জাতিসংঘের প্রতি দাবি জানান। শায়েস্তাগঞ্জে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস, তৌহিদী জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাধবপুর, চুনারুঘাট উপজেলায়ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ