হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতের বাচাইকৃত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে চাই একটি সুসংগঠিত জাতি, সেই লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে উপজেলার নিউ বিছমিল্লাহ কমিউনিটি সেন্টারে এ কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠান শুরু হয়।
উপজেলা জামায়াতের আমীর মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারী হাবিবুর রহমানের পরিচালনায় বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় বিষয় নিয়ে প্রধান অতিথির আলোচনা করেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী শাহজাহান আলী।
কর্মী শিক্ষা শিবিরে দারসুল কুরআন প্রদান করেন, জেলা জামায়াতের তরবিয়ত সেক্রেটারী মাওলানা লুৎফুর রহমান, ইসলামি আন্দোলনের কর্মীদের প্রত্যাশিত মান ও বৈশিষ্ঠ্য নিয়ে আলোচনা করেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী কাজী আব্দুর রউফ বাহার।
কর্মী শিক্ষা শিবিরে দারসুল কুরআন প্রদান করেন, জেলা জামায়াতের তরবিয়ত সেক্রেটারী মাওলানা লুৎফুর রহমান, ইসলামি আন্দোলনের কর্মীদের প্রত্যাশিত মান ও বৈশিষ্ঠ্য নিয়ে আলোচনা করেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী কাজী আব্দুর রউফ বাহার।
অনুষ্ঠানে আলোচকবৃন্দরা বলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী না থাকলে একামতে দ্বীন বোঝা যেতো না। পৃথিবীতে নবীগনের আগমনের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই নবীওয়ালা কাজই করে।তাছাড়া তিনি জামায়াত বদ্ধ জীবন যাপনের গুরুত্ব আলোচনা করেন। তিনি হাদিসে কুদসী থেকে বলেন,” নবী (সঃ) ৫ টি জিনিসের আদেশ করেছেন, এ পাঁচটি জিনিস হলো -১)জামায়াত বদ্ধভাবে জীবন যাপন করা, ২) নেতার কথা শুনা,৩) নেতার প্রতি আনুগত্য, ৪) প্রয়োজনে হিজরত করা,৫)আল্লাহর রাস্তায় জিহাদ করা।
কর্মী শিক্ষা শিবিরে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড সহ বিভিন্ন স্থরের কর্মী ও দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।