রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাধবপুর উপজেলা শাখার বর্ধিত ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্টানের সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান।
অনুষ্টানে জেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানিয়েছে।
সভায় উপজেলার বাঘাসুরা ইউনিয়ন কমিটি আগামী ১৫ অক্টোবর, ২০ অক্টোবর ছাতিয়াইন এবং ২৫ অক্টোবর নোয়াপাড়া ইউনিয়ন কমিটি গঠনের সম্ভাব্য তারিখ ঘোষনা করা হয়।
এছাড়াও আগামী ২৭ সেপ্টেম্বরের ভিতর গঠিত ইউনিয়ন কমিটি গুলোর পূর্ণাঙ্গ কমিটি জামাদানের আহ্বান করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহসভাপতি হাজী আবু তাহের, শংকর পাল সুমন, আফতাব উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব, আসাদুল আলম হীরন, তথ্য ও গবেষনা সম্পাদক মোহা. অলিদ মিয়া, শাহ নেওয়াজ শানু, ইউনিয়ন যুবলীগ সভাপতি মিজানুর রহমান, সাইফুল আলম, গোলাপ মিয়া, শাহাব উদ্দিন, জসিম উদ্দিন, সুজন মিয়া প্রমূখ।