করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচংয়ে জমিয়তে উলামায়ে ইসলামের ইফতার মাহফিল

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ মার্চ) স্থানীয় বড়বাজারস্থ জননী কমিউনিটি সেন্টারে বৈষম্যমুক্ত ও ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ বিনির্মানে আমাদের করণীয় শীর্ষক ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খেলাফত মজলিশের কেন্দ্রিয় আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর)।

জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলা শাখার সভাপতি শায়খ মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আমীর আহমদ ও মাওলানা ইমরান আহমদের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মস্তুফা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, জামাতে ইসলামী বানিয়াচং উপজেলা শাখার আমীর খন্দকার তালেব উদ্দীন, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিস উদ্দীন খান, ইসলামী আন্দোলন বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা হাদিসুর রহমান, খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুকিত, বানিয়াচং ২ নং উত্তর পশ্চিম ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ তকলিছুর রহমান, হবিগঞ্জ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, মাওলানা আব্দুল ওয়াদুদ প্রমুখ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিশের কেন্দ্রিয় আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর)।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ