পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) :
মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮১ জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অসহায় গরিব ও দুস্থদের হাতে ভিজিএফ-এর চাল চাল তুলে দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাখন চন্দ্র সুত্রধর।
কমলগঞ্জ পৌরসভার অসহায় গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফ-এর চাল পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ৩০.৮১ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়। ৯টি ওয়ার্ডের মোট ৩০৮১ জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা (ট্যাগ অফিসার) সুজন আহমেদ, কমলগঞ্জ পৌরসভার হিসাব রক্ষক কয়ছর আহমেদসহ পৌরসভার সকল কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।