শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের বাগনীপাড়ায় ট্রাকের ধাক্কায় কাছম আলী (৩০) নামে এক টমটম যাত্রী নিহত হয়েছে। সে শায়েস্তাগঞ্জ থানার দক্ষিন চর হামুয়া গ্রামের দরবেশ আলীর পুত্র।
সোমবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার উল্লেখিত সময়ে কাছম আলী শায়েস্তাগঞ্জ থেকে টমটম যোগে নিজ বাড়িতে যাওয়ার পথে বাগনীপাড়া এলাকায় পৌছলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক টমটমটিকে ধাক্কা দেয়। ওই সময় টমটমটি উল্টে গেলে কাছম আলী গুরুতর আহত হয়।
পরে স্থানীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।