সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
সিলেটে দেশীয় অস্ত্রসহ শফিকুল ইসলাম (৩০) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি রামদা, একটি চাপাতি, একটি ছোরা, দু’টি লোহার রড ও একটি চাইনিজ টিপ ছুরি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার থেকে তাকে আটক করা হয়।
শফিকুল ইসলাম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতা হচ্ছেন শফিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। জব্দকৃত অস্ত্রসহ তাকে নগরীর কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।