করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৮ মার্চ, ২০২৫
কমলগঞ্জ (মৌলভীবাজার)  প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ১৩৭০৫/২০২২ এর মামলার প্রেক্ষিতে সারাদেশে ইটভাটা ধ্বংসের অংশ হিসাবে
মেসার্স এস, বি ব্রিকস্  (সাবারী ব্রিকস)  গুড়িয়ে দেয়া হয়েছে।
এ অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরির্দশক  মো. সিরাজুল  ইসলাম ও কমলগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর বলেন, কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারের পরানধর গ্রামে অবস্থিত মেসার্স এস, বি ব্রিকস্  (সাবারী ব্রিকস)  মহামান্য হাইকোর্টের রিট পিটিশন ১৩৭০৫/২০২২ এর মামলার প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার নির্দেশে ও বিজ্ঞ জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায়  ইটভাটাটি গুঁড়িয়ে দেয়া হয়।
মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরির্দশক  মো. সিরাজুল  ইসলাম বলেন, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ