করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটের সাতছড়ি চা বাগানে নতুন পাতা চয়ন উদ্বোধন

  • সংবাদ প্রকাশের সময়: সোমবার, ৩ মার্চ, ২০২৫

আব্দুর রাজ্জাক রাজু,চুনারুঘাট,হবিগঞ্জঃ উৎপাদনের কাঙ্খিত লক্ষ্যমাত্রা নিয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা বাগানে চা পাতা চয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
(৩ মার্চ) সোমবার সকাল ১১ টায় শ্রমিকদের আনুষ্ঠানিকতা শেষে চা বাগানের ২০ নম্বর সেকশনে পাতা চয়নের উদ্বোধন করা হয়।

এ সময় পবিত্র কুরআন তিলাওয়াত করেন সাতছড়ি চা বাগান জামে মসজিদের ইমাম মাও.এনায়েত উল্লাহ,গীতা পাঠ করেন বরিমল ভট্রাচার্য্য ও বাইবেল পাঠ করেন পিয়াংকা সাংমা।সাতছড়ি বাগানের স্টাফ দিলিপ সাওতাল এর পরিচালনায় ও
তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার রাহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল টি কোম্পানীর(এনটিসি’র) ডিজিএম রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন,সাতছড়ি চা বাগানের সহকারী ম্যানেজার তাকদির হোসেন, তেলিয়াপাড়া চা বাগানের সহকারী ম্যানেজার ইউছুফ খাঁন মিতুন, সাতছড়ি চা বাগানের বড় সরদার কৃষ্ণ তাতী প্রমুখ।

সাতছড়ি চা বাগানের সেকশনে সেকশনে চা গাছে নতুন কুঁড়ি সবুজের শোভা বর্ধন করেছে। সতেজতায় হাসছে চা বাগান। বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিকরাও চা পাতা উত্তোলনে অধীর আগ্রহে রয়েছেন। সাধারণত ডিসেম্বরে মৌসুমের শেষে চা গাছ ছাটাই বা কলম এর পর নিয়মানুযায়ী দু’তিন মাস চা বাগানে পাতা উৎপাদন বন্ধ থাকে। ফলে চা কারখানাও অলস থাকে। সেচ সুবিধা ও বৃষ্টিপাতের কারনে নতুন কুঁড়ি গজানোর পর আনুষ্ঠানিকভাবে চা পাতা চয়নের মাধ্যমে শুরু হয় চায়ের উৎপাদন। এবছরও এর কোন ব্যতিক্রম ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ