করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীমঙ্গলে চোরাই মোটসাইকেল উদ্ধার, আটক ৩

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার এবং চুরির সাথে জড়িত সন্দেহে ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল থানায় প্রেসব্রিফিং করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জানান, গত ২১শে ফেব্রুয়ারি রাতে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরববাজার ইমামবাড়ী রোডের বাসিন্দা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শৈলেন্দ্র কান্তি বিশ্বাস এর সুজুকি জিকসার মোটরসাইকেলটি তার নিজ বাড়ী থেকে চুরি হয়ে যায়।

এ ঘটনায় শৈলেন্দ্র কান্তি বিশ্বাস শ্রীমঙ্গল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে সাইকেলটি উদ্ধারে অফিসার ইনচার্জ মো, আমিনুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম মাঠে নামে। এক পর্যায়ে তথ্য প্রযোক্তির সহায়তায় সিলেট থেকে সাইকেলটি উদ্ধার এবং সিলেট জকিগঞ্জ আটগ্রামের শামসুল হকের ছেলে কামিল আহমেদকে আটক করতে সক্ষম হয় শ্রীমঙ্গল থানা পুলিশ। এছাড়াও এ ঘটনায় শ্রীমঙ্গল কালাপুররের মোতালেব মিয়ার ছেলে সুমন আহমেদ ও ওয়াজেদ মিয়ার ছেলে ছালাম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ