শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে আবুল কাশেম (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে চৌমুহনী ইউনিয়নের অলিপুর গ্রামের সোনাই নদীর পাড় থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত কাশেম উপজেলার তুলশীপুর গ্রামের আবুল কাশেম তুলশীপুর গ্রামের আবুল মোবারকের পুত্র।
জানা যায়, শনিবার সন্ধ্যা (২২ ফেব্রুয়ারী) আবুল কাশেম কে খোঁজে পাইতে ছিলনা তার পরিবার রোববার(২৩ ফেব্রুয়ারী) সকালে পার্শ্ববর্তী গ্রামে সোনাই নদীর পাড়ে গাছের ডালের সাথে আবুল কাশেম এর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা লাশ দেখতে পায় প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভাবে সে অসুস্থ ছিল। সে সায়হাম গ্রুপের শ্রমিক হিসাবে কর্মরত ছিল। তার ২ ছেলে ১ মেয়ে রয়েছে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন ময়নাতদন্তের রিপোর্ট শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।