শনিবার, ১০ মে ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচঙ্গে আলহাজ্ব গোলাম আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দরিদ্র এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা ও অনুদান প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে শিকন্দরপুর মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো: তাজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শচীন্দ্র কলেজের গভংর্নি বডির সভাপতি হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনজুর উদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্ত সচিব দাবিদুর রহমান, প্রফেসর অহিদুর রহমান,শচ্রীন্দ্র কলেজের অধ্যক্ষ এ এস এম সুফিয়ান, নাগুরা ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ফতেগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রানা লাল দাশ, শিক্ষার্থী সুজিনা আক্তার, রবিন শীল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে গোলাম আহমেদ ফাউন্ডেশন এলাকার আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতি বছরই শীতের সময়ে শীতবস্ত্র বিতরন, শিক্ষার্থীদের সহায়তা, ঈদের সময়ে গরিব অসহায়দের মাঝে মাংস বিতরনসহ নানা কর্মকান্ড করে যাচ্ছেন। তাদের এ কর্মকান্ড অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
পরে বিভিন্ন স্কুল,মাদ্রাসা ও কলেজের ৭২ জন শিক্ষার্থীর মাঝে নগদ টাকা ও শিক্ষা উপকরন বিতরন করা হয়।