করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নগরে অন্তর্ভুক্তিমুলক স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘নগরে অন্তর্ভুক্তিমুলক স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে অংশীজনদের সম্পৃক্তি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল পৌরসভা অডিটোরিয়ামের কনফারেন্স হলে ম্যাক বাংলাদেশের আয়োজনে ও ব্যবস্থাপনায় এই প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ম্যাক বাংলাদেশের সমন্বয়কারি মো. আরমান খান।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোসাল ডেভেলপমেন্ট এক্সপার্ট সঞ্জয় মুখার্জি, এসকেএস ফাউণ্ডেশনের এডভোকেসি ও কমিউনিকেশন পরিচালক যোসেফ হালদার।

প্রশিক্ষণে এনজিও প্রতিনিধি, চা-শ্রমিক প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নারী নেত্রী, পৌরসভার প্রতিনিধিসহ ৩০ জন প্রতিনিধি অংশগ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ