করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আমেরিকা পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার আওয়ামী লীগ নেতা

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আমজাদ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে আমেরিকা পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আওয়ামী লীগ নেতা আলী আমজাদ তালুকদার ওই উপজেলার শিবপাশা গ্রামের বাসিন্দা। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে হবিগঞ্জে ফিরিয়ে আনা হচ্ছে। হবিগঞ্জে পৌঁছানোর পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ