করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মিরপুরে উত্তরা ব্যাংক ম্যানেজারকে সরিয়ে নিতে গ্রাহকদের আল্টিমেটাম

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজার উত্তরা ব্যাংক পিএলসি ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহকের সাথে দুর্ব্যবহার, অশালীন আচরণ ও ঘুস গ্রহনের অভিযোগ তুলা হয়।

বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে গ্রাহকরা ব্যাংকে উপস্থিত হয়ে মিরপুর বাজার শাখা ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার সাইফুল ইসলাম খানের বিরুদ্ধে অভিযোগ এনে ২৪ ঘন্টার মধ্যে তাকে প্রত্যাহার করে নেয়ার আল্টিমেটাম দেন।

ব্যাংকে লেনদেন সংক্রান্ত কাজে গেলে ম্যানেজার সাইফুল ইসলাম খান আইনের দোহাই দিয়ে প্রায় সময়ই গ্রাহকদের সাথে খারাপ আচরণ করেন বলে সভায় বক্তারা অভিযোগ করেন।

গেল মাসের ১৯ তারিখ একটি চেক নিয়ে ব্যাংকে যান পদ্মা গ্রুপের চেয়ারম্যান শফিক মহালদার, এসময় আরেকটি চেক নিয়ে ব্যাংকে যান বাহুবল প্রেসক্লাব সভাপতি সিদ্দিকুর রহমান মাসুম। তারা আরটিজিএস করার জন্য ম্যানেজারকে বলেন, তিনি গড়িমসি শুরু করেন, পরে টাকা ক্যাশ দেয়ার জন্য বললে তিনি বলেন ব্যাংকে টাকা নেই। ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পারার কারনে তাদের কয়লার গাড়ী আটকে পড়ে, ট্রাকের বাড়তি ভাড়া দেয়ার কারনে লোকসানে পড়েন তারা।

ম্যানেজার যোগদানের পর থেকেই লোন পাশ করতে দিতে হয় ঘুষ, তিনি লোন পাশ করার আগে ঘুসের চুক্তি করেন বলেও সভায় উল্লেখ করেন গ্রাহকরা।

বিশেষ করে প্রবাসী গ্রাহকড়ের পড়তে হয় বিড়ম্বনায়, মহিলা গ্রাহকদের জ্বালাতন বেশি করেন বলেও অভিযোগ তুলেন এক নারী গ্রাহক।

ম্যানেজারের এমন অভিযোগের সভায় উপস্থিত ছিলেন মিরপুর বাজারের প্রথম শ্রেণির গ্রাহকরা।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ