করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মাসুক মিয়া গ্রেপ্তার

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলে দৌলতপুর গ্রামে আলোচিত তাজুল ইসলাম হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মাসুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টার দিকে বাহুবলের সীমান্তবর্তী লস্করপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাসুক মিয়া(৩৫) দৌলতপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার এস আই সনত দেব জানান,বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলার সীমান্তবর্তী লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।মামলার বিবরণে জানা যায়, ৯ অক্টোবর(২০২৪) রোজ বুধবার উপজেলার ভাদেশর ইউনিয়নের দৌলতপুর গ্রামে কবরস্থানে জোরপূর্বক ঘাস কাটা ও গরু ছাগল চরানো নিয়ে প্রতিপক্ষের ফিকলের আঘাতে তাজুল ইসলাম(৪২) নিহত হয়। এঘটনায় ৯ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই সাইদুল ইসলাম।

মামলা দায়েরের পর থেকে আসামীরা আত্মগোপনে চলে যায়।বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাসুক মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বাহুবল থানা পুলিশ।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,গতরাতে এস আই সনত দেব এর নেতৃত্বে একদল পুলিশ লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ